অসময়ে এলে ! – আফসানা বেলী
হঠাৎ একদিন চোখে পড়ে গেলো, পুরোনো এক তলা সেই বিল্ডিং। ঠিক আগের মতোই আছে। হ্যাঁ ,ঠিক ১২ বছর আগের দেখা সেই বিল্ডিং,গাছ, খেলার মাঠ ,কক্ষ গুলো আগের আদলেই আছে। তবে ঘুনে ধরেছে দরজা আর জানালায়। গ্রিল এ জং পড়েছে। টং এর দোকানটাও আছে, সবই আছে ,শুধু পরিবর্তন হয়েছে মানুষের । আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ১২ বছর …